তিন চীনা নভোচারী ৬ মাস পর পৃথিবীতে ফিরলেন

আপডেট: April 16, 2022 |
print news

ছয় মাস পর পৃথিবীতে নিরাপদে অবতরণ করেছেন তিন চীনা নভোচারী। কক্ষপথে চীনের মহাকাশ স্টেশন নির্মাণে অংশ নেওয়ার জন্য তাদের পাঠানো হয়েছিল। সেখানে তারা ছয় মাস অবস্থান করার পর শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পৃথিবীতে ফিরে আসেন। খবর সিনহুয়ার।

মহাকাশযান শেনঝু-১৩ এ করে ফিরে আসা তিন চীনা নভোচারী হলেন ঝাই ঝিগ্যাং, ওয়াং ইয়াপিং ও ইয়ে গুয়াংপু। চীনের উত্তরাঞ্চলে তারা অবতরণ করেন। তারা সুস্থ আছেন বলে জানানো হয়েছে চীনের সংবাদমাধ্যমে।

গত অক্টোবরে চীনের গোবি মরুভূমি থেকে ওই তিন নভোচারী মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেন। চীন প্রথমবারের মতো স্থায়ী মহাকাশ স্টেশন নির্মাণ করছে। এর নাম দেওয়া হয়েছে তিয়ানগং, বাংলায় যার অর্থ স্বর্গীয় প্রাসাদ। সেই স্টেশন নির্মাণ করতেই নভোচারী পাঠাচ্ছে চীন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর