গ্যাস লিকেজ থেকে আগুনে স্বামী স্ত্রী দগ্ধ

আপডেট: April 17, 2022 |
print news

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে রুহুল আমিন ও আরজিনা নামে এক দম্পতি দগ্ধ হয়েছেন।

শনিবার রাত ৮টায় ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় রূপচাঁন বেপারীর ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির ম্যানেজার রুহুল আমিন ও তার স্ত্রী আরজিনা বেগম বসবাস করতেন। ওই ভবনের পেছন দিয়ে গ্যাস-সংযোগ নেয়া হয়। সংযোগে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন, তারা আগুনে দগ্ধ হন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর