ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি শ্রমিক জোটের

আপডেট: April 20, 2022 |
print news

ঈদের আগে পুর্নমাসের বেতন ও বোনাসের দাবিতে জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের।

আজ বুধবার (২০ এপ্রিল) সকাল১১টায় ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকজোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, পুস্তক বাধাই জোটের সভাপতি জামিল ভূইয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ঈদের আগে শ্রমিকদের পুর্নমাসের বেতন ও বোনাস প্রদানের দাবি জানান। তারা বলেন, স্কপের ৯দফা দাবি মানতে হবে, ২০ হাজার টাকা জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা করতে হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ চত্ত্বরে সমাবেশ শেষে জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর