এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

ইউক্রেনের সাথে যুদ্ধের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। বুধবার রুশ বহরে নতুন যুক্ত হওয়া আন্তঃমহাদেশীয় মিসাইল সারমাত ছুড়েছে দেশটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির উত্তর-পশ্চিমের অঞ্চল প্লেসেতস্ক থেকে ছোড়া হয় মিসাইলটি। টার্গেট ছিল কামচাৎকা উপদ্বীপ। ইউক্রেনের সাথে সংকটের সময় মিসাইল পরীক্ষাকে নতুন হুমকি হিসেবে মনে করছে অনেকে।

সারমাতের পরীক্ষা নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করেন রুশ সেনা কর্মকর্তারা। সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে মিসাইলটি এমন মন্তব্য করেন পুতিন। দাবি করেন, মস্কোর শত্রুদের নতুন করে ভাবতে বাধ্য করবে এ ক্ষেপণাস্ত্র।

পুতিন বলেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে বিশেষ একটি মুহূর্ত। নিঃসন্দেহে রুশ বাহিনীর সামরিক সক্ষমতা আরও জোরদার হলো। সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে এই ক্ষেপণাস্ত্রে। যা শক্তিশালী আক্রমণও রুখে দিতে পারবে।

বৈশাখী নিউজ/ এপি