‘প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে’

আপডেট: April 24, 2022 |

প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কাজ করেছেন অতীতের কোন সরকার তা করতে পারেনি।

তিনি বলেন, সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে এবং আগামীতে সব বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের টিফিনের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি’র তত্ত্বাবধানে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং ১৬ কোটি ৮০লাখ ১৫হাজার ৪৫৩ টাকা ব্যয়ে আরও ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বক্তব্য রাখেন। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর