মহানবী (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে মানুষের ভিড়

আপডেট: April 24, 2022 |

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে ভিড় করছে হাজারো মানুষ। করোনা মহামারিতে  দুই বছর বন্ধ থাকা এই প্রদর্শনী শুক্রবার (২২ এপ্রিল) থেকে আবারও শুরু হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক হাজার ৪০০ বছর ধরে পোশাকটি সতর্কতার সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। এই পোশাকটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিখ্যাত সুফি হযরত উওয়াইস আল-কারনিকে (রহ.) উপহার হিসেবে দিয়েছিলেন।

জুমার নামাজের কয়েক ঘণ্টা আগে পোশাকটি দেখার সুযোগ দেয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন। ২৯ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর