মোবাইল ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে

আপডেট: April 28, 2022 |
print news

মোবাইল ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিয়েছে গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক। এসব অপারেটরের গ্রাহকরা মেয়াদহীনভাবে ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিটিআরসি ভবনে মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এখন গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি ডাটার প্যাকেজ কেনা যাবে। রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার এবং বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৫ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকে মোবাইল ডাটার আনলিমিটেড মেয়াদ ঘোষণা করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর