মে দিবসে সাকিবের শ্রদ্ধা

আপডেট: May 1, 2022 |
print news

মহান মে দিবস উপলক্ষে মাঠকর্মীসহ বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়ামের মাঠ পরিচর্যাকারীদের ছবি পোস্ট করে মাঠকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সাকিব লিখেছেন, ‘অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঠকর্মীরা নিশ্চিত করেন মাঠের প্রস্তুতি ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা। যার ফলে, আমরা খেলতে পারি কোন প্রকার চিন্তা ছাড়া। আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠকর্মী সহ পৃথিবীর সকল কর্মজীবী মানুষের জন্য থাকলো শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

কয়েকদিন আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কাজ করা মাঠকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহকারীদের জন্য ১০ লাখ টাকা ঈদ বোনাস পাঠিয়েছিলেন সাকিব।

১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা।’

Share Now

এই বিভাগের আরও খবর