রিয়ালের দেয়া সুযোগ কাজে লাগালো আতলেতিকো

আপডেট: May 9, 2022 |

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত, এবার রিয়াল মাদ্রিদের লক্ষ্য চ‍্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সেই লক্ষ্যে মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে পাঠিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ জয় তুলে নিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার পথে এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ।

লা লিগার ম‍্যাচে রোববার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটনে রিয়ালকে ১-০ গোলে হারায় আতলেতিকো। স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই ম‍্যাচে কতটা দাপুটে ছিল গত আসরের চ‍্যাম্পিয়নরা। ব‍্যবধান গড়ে দেয়া গোলটি করেন ইয়ানিক কারাসকো, পেনাল্টি থেকে।

এই জয়ে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো। সর্বোচ্চ ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। এছাড়াও ৬৯ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা, ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় সেভিয়া ও ৫৮ পয়েন্টে পাঁচ নম্বরে বেতিস।

করিম বেনজিমা, লুকা মদরিচ, থিবো কোর্তুয়া, ভিনিসিয়াস জুনিয়রদের মতো খেলোয়াড়দের বিশ্রামে রেখে একাদশ সাজায় রিয়াল। তরুণদের পরখ করে দেখার ম্যাচে আতলেতিকোর আক্রমণ সামলাতেই হিমশিম খেলো চ্যাম্পিয়নরা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর