নিজেকে স্লিম দেখাতে যা পরবেন

শরীরের বাড়তি মেদ কমানোর জন্য আমরা প্রতিনিয়ত কতো কিছুই না করে থাকি। অথচ কাজ হচ্ছে না। ফলে অনেকেই মনের মতো ফিট জামা পরতে পারচ্ছেন না। তবে স্লিম হওয়া যাক বা না যাক, নিজেকে স্লিম দেখানো যেতেই পারে অনায়াসে। কিন্তু কিভাবে? এজন্য আমাদের জানতে হবে পোশাক নির্বাচন সম্পর্কে। সঠিক পোশাকের নির্বাচন আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয় ও সুন্দর।

আসুন জেনে নিই কিভাবে পোশাক নির্বাচন করলে আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে-

১. চেষ্টা করুন সবসময় এক রঙের পোশাক পরিধান করার। সালোয়ার, কামিজ, শার্ট, প্যান্ট যাই পরিধান করুন না কেনো, সবই এক রঙের পরলে দেখতে বেশ স্লিম এবং ফিট লাগে আপনাকে।

২. ভি, ওয়াই ও ইউ আকৃতির গলার পোশাক করুন। সাথে একটু লম্বা কাটের জামা পরুন। এতে করে বেশ স্মার্ট এবং স্লিম লাগবে আপনাকে।

৩. পোশাকে নানা রঙের ব্যবহার না করে একই রঙের পোশাক পরিধান করার চেষ্টা করুন।

৪. অন্যান্য রঙের তুলনায় কালো রঙ সবচেয়ে গাঢ়। কালো রঙের পোশাক পরলে আপনাকে অনেকটাই স্লিম দেখাবে। এছাড়া বাদামি, চকোলেট, গাঢ় ধূসর শেড বা নেভী ব্লু রঙের পোশাক পরলে আপনাকে আরও স্লিম দেখাবে।

৫. সাদা, অফ হোয়াইট বা খাকি রঙ এর জামাগুলো এড়িয়ে চলুন। কারন এই রঙ গুলোতে আপনাকে আরও ভারি দেখাবে।

৬. স্বাস্থ্যবান মানুষের জন্য প্রিন্টের পোশাক এড়িয়ে চলুন । তবে চাইলে ছোট ছোট প্রিন্ট এর জামা পরতে পারেন।

৭. সাদামাটা পোশাক পরিধান করুন। খুব বেশী চকচকে পোশাক ও এক্সেসরিজ এড়িয়ে চলা ভালো।

৮. আপনাকে মোটা দেখাচ্ছে নাকি স্লিম দেখাচ্ছে তা অনেকাংশে নির্ভর করে আপনার চুল বাঁধার ওপরেও। চুল উঁচু করে টানটান করে বেঁধে নিন অথবা পনিটেল করতে পারেন। এতে করে আপনার মুখ লম্বাটে দেখাবে। ফলে ওজন কম মনে হবে। অবশ্যই মাথার উপরে চুল একটু ফুলিয়ে বাঁধুন। এতে স্লিম লুক আসবে ।

৯. স্লিম দেখানোর জন্য লম্বালম্বি স্ট্রাইপ দেয়া পোশাক পরিধান করুন। সাথে একটু উঁচু জুতা পরুন। এতে করে আপনাকে স্লিম এবং স্মার্ট দেখাবে।

১০. পেট মোটা হলে পেটের দিকে ঢিলেঢালা এমন পোশাক পরুন ।

১১. উচ্চতা কম হলে সালোয়ার খুব বেশি ঢোলা পরবেন না, তাতে আরো খাটো দেখাবে।

১২. জিন্স বা প্যান্ট পরার ক্ষেত্রে গাড় রঙকে প্রাধান্য দিন।

বৈশাখী নিউজ/ ইডি