ইউক্রেনে ৭ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক হতাহত: জাতিসংঘ

আপডেট: May 12, 2022 |

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৭ হাজার ১৭২ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ৪৫৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ৭১৩ জন। খবর আল আরাবিয়ার।

মঙ্গলবার (১০ মে) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন।

প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে নিহতদের মধ্যে ১ হাজার ২৫৪ জন পুরুষ, ৮০৬ জন নারী, ৭৬ জন অপ্রাপ্তবয়স্ক তরুণী, ৯৩ জন অপ্রাপ্তবয়স্ক তরুণ ও ৬৯ জন শিশুও রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া আরও ১ হাজার ১১৬ জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, নিহতদের মধ্যে অধিকাংশই গোলা ও রকেট হামলার শিকার হয়ে মারা গেছেন।

ইউক্রেনে হতাহতের প্রকৃত সংখ্যাও এখনও জানা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয় বিশ্ব সংস্থারটির ওই বিবৃতিতে। বলা হয়েছে, ইউক্রেনে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশিও হতে পারে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর