রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কমেছে জাপানের জিডিপি

আপডেট: May 18, 2022 |

জাপানের অর্থনীতি প্রথমবারের মতো পরপর দুই প্রান্তিকে সংকুচিত হয়েছে। প্রথমে করোনার মহামারিতে দেশটির সেবাখাত ব্যাপকভাবে হোঁচট খায়। এরপরে আসে ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে দেশটিতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, যা নিয়ে বেকায়দায় পড়েছে ভোক্তা ও ব্যবসায়ীরা। বুধবার (১৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি অর্থনীতি সংকুচিত হওয়ায় প্রবৃদ্ধি অর্জন ও সম্পদ বণ্টনের ক্ষেত্রে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কুশিহিদা। দেশটিতে চলমান মূল্যস্ফীতি ও ধীর অর্থনৈতিক গতি নানা ক্ষেত্রে শঙ্কা বাড়াচ্ছে।

জানা গেছে, বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ জাপান। চলতি বছরের জানুয়ারি-মার্চে আগের প্রান্তিকের তুলনায় দেশটির অর্থনীতি এক শতাংশ কমেছে।

জাপানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ব্যক্তিগত খরচ। এসময় এ সূচকটিও অর্থনীতিবিদদের প্রত্যাশিত শূন্য দশমিক পাঁচ শতাংশের বিপরীতে কিছুটা কমেছে।

অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন প্রান্তিকগুলোতে জাপানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ও চীনের অর্থনৈতিক ধীর গতির কারণে পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, লাখ লাখ মানুষ ঘরে আটকা পড়ায় আগের বছরের তুলনায় গত মাসে খুচরা বিক্রি ১১ দশমিক এক শতাংশ কমে গেছে, যা মার্চে তিন দশমিক পাঁচ শতাংশ সংকোচনের চেয়ে অনেক বেশি।

লকডাউনের কারণে দেশটির কারখানাগুলো কার্যক্রম কমাতে বাধ্য হচ্ছে। এসময় শিল্প উৎপাদন কমেছে দুই দশমিক নয় শতাংশ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর