প্রহসনের নির্বাচন করতে চাই না: সিইসি

আপডেট: May 24, 2022 |

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমে পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। আমরা প্রহসনের নির্বাচন করতে চাই না।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সিইসি বলেন, “নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। সুন্দর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারা অব্যাহত থাকুক।”

আগামীতে দিনের ভোট দিনেই হবে, রাতে কোনো ভোট হবে না বলেও নিশ্চিত করেন তিনি।

ইভিএম শতভাগ নির্ভুল এটা এখনো নিশ্চিত নয় উল্লেখ করে সিইসি বলেন, এবিষয়ে কমিশন সিদ্ধান্ত নেয়নি। একইসাথে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় নির্বাচন কমিশনারদের দায়িত্বশীল হওয়ার উচিত বলে মন্তব্য করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, “এমন কোনো কথা বলা ঠিক নয়, যাতে ইসির মর্যাদা ক্ষুন্ন হয়।”

এসময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর