আমাদের সব কেড়ে নিতে চায় রাশিয়া : জেলেনস্কি

সময়: 3:22 pm - May 24, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ‘পূর্ণ যুদ্ধ’ পরিচালনা করছে। তিনি বলেন, ‘ইউক্রেনীয়দের বেঁচে থাকার অধিকারসহ তারা (রাশিয়া) আমাদের সবকিছু কেড়ে নিতে চায়।’
মঙ্গলবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

চলমান পরিস্থিতিতে আরও একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত রয়েছে। একইসঙ্গে তিনি পশ্চিমের মিত্র দেশগুলোকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগেরও আহ্বান জানিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর