নিজেকে ‘মজনু’ হিসেবে দাবি করলেন শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজেকে ‘মজনু’ (বেকুব) বলে দাবি করেছেন। দেশটির বিশেষ আদালতে অর্থ পাচার মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এ দাবি করেছেন।

২০২০ সালে শেহবাজ শরিফ এবং তার দুই ছেলে হামজা ও সুলেমানের বিরুদ্ধে দুর্নীতি দমন ও অর্থ পাচার আইনে মামলা করা হয়। পাকিস্তানি তদন্ত সংস্থা শেহবাজ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ২৮টি বেনামি অ্যাকাউন্টের হদিস পায়। ওই অ্যাকাউন্টগুলো দিয়ে সাত কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়েছিল।

শনিবার আদালতে সাক্ষ্য দেওয়ার সময় শেহবাজ শরিফ দাবি করেন, তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালে কোনো বেতন নেননি।

শেহবাজ বলেন, ‘১২ বছর ছয় মাস সরকারে থাকাকালে আমি কিছুই নেইনি, অথচ আমার বিরুদ্ধে আড়াই কোটি রুপি পাচারের অভিযোগ আনা হয়েছে। স্রষ্টা আমাকে এই দেশের প্রধানমন্ত্রী করেছেন।

আমি মজনু (বেকুব), তাই আমি আমার বৈধ অধিকার , আমার বেতন ও অন্যান্য সুবিধা নেইনি।

বৈশাখী নিউজ/ ইডি