ট্রেন লাইনচ্যুত হয়ে জার্মানিতে নিহত ৪

আপডেট: June 4, 2022 |

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। দেশটির পুলিশ জানিয়েছে, মিউনিখগামী ওই ট্রেনে অনেক স্কুল শিক্ষার্থী ছিল।

শুক্রবার দক্ষিণ জার্মান রাজ্য বাভারিয়ায় একটি আঞ্চলিক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন। এরইমধ্যে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তদল কাজ শুরু করেছেন।

গার্মিশ-পার্টেনকির্চেনের স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে, পুলিশের মুখপাত্র জানিয়েছে, ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

ট্রেন দুর্ঘটনার ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর