স্কুলে বন্দুক রাখতে পারবেন যুক্তরাষ্ট্রের শিক্ষকরা

আপডেট: June 4, 2022 |

যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক হামলার কারণে দেশটির ওহাইও রাজ্য নতুন করে একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। যেখানে শিক্ষক ও অন্য কর্মীরা ২৪ ঘণ্টার প্রশিক্ষণ শেষ করার পর স্কুলে বন্দুক রাখতে পারবেন।

শনিবার (৪ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে এই আইনের বিরোধীরা বলছেন, এতে স্কুলগুলো আরো বিপজ্জনক হয়ে উঠবে।ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, ‘শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেওয়ার বিলটি আমি স্বাক্ষর করব এবং এটিকে আইনে পরিণত করব।’

উল্লেখ্য, সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় ২১ জন নিহত হন। ওই হামলার ১০ দিন পর এমন আইন প্রণয়ন করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর