ডিবিসি নিউজ প্রযোজকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আপডেট: June 8, 2022 |
print news

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উলটোদিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল এলাকায় মরদেহটি প্রথম দেখতে পাওয়া যায়। পরে পৌনে দশটার দিকে পুলিশ এসে মরহদেহটিকে উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর