কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৮

আপডেট: June 8, 2022 |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৫৪ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বুধবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯০১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। আগের দিন ৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৪ জন। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। গতকালও এই হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩১৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৭৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর