২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত ১০৯ জন

আপডেট: June 12, 2022 |
print news

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৯ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৭১ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৯ জন। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ।

আগের দিন ৬ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৭১ জন। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৭৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জন।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০১ জন। শনাক্তের হার ২ দশমিক ৩২ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ১ দশমিক ৫৭ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর