গুয়েতেমালায় প্রবল বৃষ্টিপাতে ১৫ জনের মৃত্যু

আপডেট: June 14, 2022 |

গুয়েতেমালায় মে মাসের শুরু থেকে অব্যাহত প্রবল বৃষ্টিপাতের কারণে এক ডজনের বেশী কাদামাটি ধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
প্রাকৃতিক দুর্যোগ প্রশমন সমন্বয় অফিস (কনরেড) জানায়, নিহত ১৫ জনের মধ্যে এক মহিলা ও তার ৬ সন্তানের পাশাপাশি দুটি আদিবাসী গ্রামের নাবালক তিন ভাই রয়েছেন।

প্রবল বাতাসের সাথে বৃষ্টির কারণে মধ্য আমেরিকার দেশটির বিশাল এলাকাজুড়ে ভূমিধস, বন্যা এবং অবকাঠামো ভেঙ্গে পড়েছে।
কনরেড বলেছে, ৯৩০ টি ঘরবাড়ির পাশাপাশি ৮টি স্কুল, ৭ টি ব্রিজ এবং ৮০টির বেশি সড়ক ধসে গেছে।
বেশির ভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় আদিবাসী লোকরা বসবাস করে, প্রাকৃতিক বিপর্যয়ে এই আদিবাসী সম্প্রদায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

গুয়েতেমালার ১ কোটি ৭০ লাখ লোকের ৬০ শতাংশ দরিদ্র জীবনযাপন করে, গত বছর বৃষ্টির কারণে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর