ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠানোর আহ্বান ন্যাটো প্রধানের

সময়: 10:06 pm - June 15, 2022 | | পঠিত হয়েছে: 4 বার

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ পূর্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে আরও ভারী অস্ত্র পাঠানোর আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘রাশিয়ার অগ্রযাত্রার মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে আরো ভারী অস্ত্র পাঠাতে হবে।’

একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে ন্যাটো জোটের মিত্র সাত শীর্ষ নেতার বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনের জন্য আরও ভারী অস্ত্র পাঠাতে হবে।’

স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটো ইতোমধ্যেই সরবরাহের পদক্ষেপ বাড়িয়েছে এবং কর্মকর্তারা বুধবার ব্রাসেলস এ ভারী অস্ত্রসহ আরো সহায়তা সমন্বয় করতে বৈঠক করবেন।’

তিনি বলেন, ‘এতে ইউক্রেন নৃশংস রুশ আক্রমনের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে।’

এদিকে ইউক্রেন বারবার পশ্চিমের কাছে ভারী অস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে, অস্ত্র সরবরাহে ব্যর্থতার জন্য কিয়েভ কিছু ইউরোপিয়ান নেতার সমালোচনা করে বলেছে, মস্কোর বাহিনীকে হটাতে তাদের অস্ত্রের প্রয়োজন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর