পদ্মা সেতু জাতির গর্ব, মর্যাদা আর সক্ষমতার প্রতীক : রওশন এরশাদ

আপডেট: June 29, 2022 |

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ বলেছেন,পদ্মা সেতু জাতির গর্ব, মর্যাদা আর সক্ষমতার প্রতীক। তিনি বলেন, এ সেতু নির্মাণের মাধ্যমে এর বিরোধিতাকারীদের মুখে চুনকালি পড়েছে।

আজ বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছে। এখন সবারই মুখে চুনকালি পড়েছে। সবার মুখ বন্ধ হয়েছে।
এসময় তিনি অসুস্থ হয়ে বিদেশে থাকা অবস্থায় খোঁজ নেওয়ায় স্পিকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে সিলেট-সুনামগঞ্জসহ দেশের অন্যান্য এলাকার বানভাসিদের সমস্যার স্থায়ী সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এর আগে প্রায় আট মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত ২৭ জুন দেশে ফেরেন রওশন এরশাদ।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর