মেক্সিকোতে গুলিতে এক সাংবাদিকের মৃত্যু

আপডেট: June 30, 2022 |

মেক্সিকোতে আবারও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক সাংবাদিক। আর এ নিয়ে এক বছরেই সেদেশে সাংবাদিক মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

বুধবার (২৯ জুন) যখন তিনি তার ২৩ বছরের বয়সী মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন গুলিতে নিহত হন তিনি এবং আহত হন তার মেয়ে।

গুলিতে নিহত সেই সাংবাদিকের নাম অ্যান্তোনিও ডি লা ক্রুজ। বয়স ৪৭ বছর। তিনি স্থানীয় পত্রিকা এক্সপ্রেসো’তে কাজ করতেন।

বিশ্ব গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে চলতি বছর হত্যাকাণ্ডের শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে ক্রুজ ১২তম।

ক্রুজ এক্সপ্রেসো’তে তিন প্রায় তিন দশক ধরে কাজ করতেন। তিনি সামাজিক ও গ্রামীণ নানা বিষয় নিয়ে রিপোর্ট করতেন। থাকতেন সিউদাদ ভিক্টোরিয়া শহরে।

চলতি বছর মেক্সিকোতে সাংবাদিক হত্যা রেকর্ড ছাড়িয়েছে। রণাঙ্গণের বাইরে মেক্সিকোতেই সাংবাদিকরা বেশি সহিংসতার শিকার হচ্ছেন, দেশটি দিনে দিনে সাংবাদিকদের জন্য ভয়াবহ হয়ে উঠছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর