চলছে চতুর্থ দিনের টিকিট বিক্রি, আজও উপচে পড়া ভিড়

আপডেট: July 4, 2022 |

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (৪ জুলাই) চতুর্থ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে। আজ দেওয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট।

কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, টিকিট প্রত্যাশীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। তারা প্রায় ২৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য।

ঝিনাইদহের যাত্রী বকুল টিকিট পেয়ে খুশি। তিনি লাইনে দাঁড়িয়েছেন রবিবার (৩ জুলাই) সকাল ১০টায়। টিকিট পেয়েছেন সোমবার সকাল ৯টায়। অর্থাৎ ২৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছেন বকুল।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। প্রতিদিন কাউন্টার ও অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে। অনলাইনের টিকিট আবার ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে পাওয়া যাচ্ছে। যদি চাপ বেশি থাকার কারণে বিক্রি শুরুর ৩ ঘণ্টার মধ্যেই টিকিট শেষ হয়ে যায়।

টিকিট প্রত্যাশীদের চাপ থাকায় কমলাপুরে ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে ২টি কাউন্টার নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে।

ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর