৪ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

আপডেট: July 8, 2022 |
print news

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলে চারদিন বেনাপোল-পেট্রোপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এসময় সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।

এসময় তিনি জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি, এর সঙ্গে শনি, রবি ও সোমবার ঈদুল আজহা উপলক্ষে ছুটি। সব মিলিয়ে চারদিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামী মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। এছাড়া ঈদের ছুটিতে বন্দরের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারদিন ছুটি। এসময় আমদানি-রপ্তানি ও বেনাপোল বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস পুনরায় সচল হবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর