প্রবল বৃষ্টিপাতে রেড অ্যালার্ট জারি মুম্বাইয়ে

আপডেট: July 8, 2022 |

প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাইয়ের জনজীবন। সতর্কতা বিবেচনায় মুম্বাইসহ আশপাশের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, মহারাষ্ট্র জুড়েই গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মুম্বাই, থানে, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মহারাষ্ট্রে মোতায়েন রয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৭টি দল।

সাবওয়েগুলো জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে রেল চলাচলও। মুম্বাইয়ে কাজ করছে এনডিআরএফের পাঁচটি দল। অতি ভারী বৃষ্টির সতর্কতায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। এ ছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে কয়েকটি এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা, গোয়া এবং কর্ণাটকের একাধিক স্থানে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, রাস্তাঘাট। বেশ কয়েকটি এলাকায় স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর