বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলো

আপডেট: July 10, 2022 |
print news

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারীরা। এর আগে করা হয়েছে ভাঙচুর।

শনিবার রাতে দেশটির রাজধানী কলম্বোতে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর দেয়া হয় আগুন। এছাড়া প্রধানমন্ত্রীর কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও দেখা যায় প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন জ্বলতে।

আগুন দেয়ার আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন চাইলে তিনিও পদত্যাগ করতে ইচ্ছুক। দলীয় বৈঠকে এই ইচ্ছার কথা জানান তিনি।

সেসময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করতে রাজি। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর