পশ্চিমা অবরোধের পরও রাশিয়ার তেল চায় ব্রাজিল

সময়: 4:43 pm - July 12, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। পশ্চিমা বাধা উপেক্ষা করে সামরিক অভিযান শুরু করায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পশ্চিমাদের পক্ষ থেকে অন্যান্য দেশের প্রতিও পরোক্ষ হুমকি রয়েছে যাতে রাশিয়ার থেকে কেউ জ্বালানি তেল না কেনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া তেলে জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিয়েছে।

এমন পরিস্থিতিতে রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো সোমবার বলেছেন, রাশিয়া থেকে কম দামে তেল কেনার একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে রাশিয়া ও ব্রাজিল।

ব্রিকস ইনফরমেশন পোর্টালে বলা হয়েছে, বোলসোনারোর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে।

ফোনালাপে পুতিনের পক্ষ থেকে সাউথ আমেরিকায় সার সরবরাহ চালু করার অঙ্গীকার করা হয়েছে। ব্রাজিলের কৃষি-ব্যবসার জন্য রাশিয়া থেকে আসা সার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করতে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো পুতিনের সঙ্গে আলোচনার পর এখন অনেকটাই নির্ভার।

তিনি বলেছেন, ‘আমাদের খাদ্যের নিশ্চয়তা আছে এবং জ্বালানি তেলও আছে, যা আমরা সাশ্রয়ী মূল্যে কিনতে পারি।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর