কমলাপুরে ঢাকামুখী মানুষের ভিড়

ঈদ উদযাপন শেষে বাড়ি থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঢাকামুখী মানুষের ভিড়।

পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষে স্বাচ্ছন্দে ফিরতে পেরে খুশি যাত্রীরা। কমলাপুর রেলস্টেশনে ঢাকা ফেরত যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। টিকিট কাটতে ভোগান্তি, ট্রেনের সিডিউল বিপর্যয়ের অভিযোগ করেন যাত্রীরা।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, ‘সকাল পৌনে ১০টা পর্যন্ত মোট ১৩টি ট্রেন কমলাপুর রেলস্টেশনে এসেছে। এ ১৩টিই তাদের গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।’ তিনি বলেন, ঢাকায় ফিরতি মানুষের চাপ আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে।

এদিকে, সড়ক পথে রাজধানী মুখী মানুষের চাপ কিছুটা কম দেখা যায়। ভোগান্তি এড়াতে আগে ভাগই ঢাকা ফিরছেন অনেকে।

লঞ্চ টার্মিনালেও রাজধানী মুখী মানুষের ভিড় ছিল। তবে, লঞ্চে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেন অনেকে। শুক্রবার ও শনিবার ঢাকামুখী মানুষের ভিড় বাড়বে বলে জানান, গণপরিবহন কর্তৃপক্ষ। এরপরেই রাজধানী ফিরবে তার পুরোনো চেহারায়।

বৈশাখী নিউজ/ ইডি