ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার পড়ে নিহত ১, আহত ২

আপডেট: July 15, 2022 |

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কাজ চলাকালীন সময়ে লঞ্চিং গার্ডার টেইলার গাড়িতে নিয়ে তুলতে গিয়ে কাত হয়ে নিচে পড়ে এর চাপায় এক শ্রমিক নিহত এবং এক পথচারী ও অপর এক শ্রমিক আহত হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কে চৌধুরী এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর পুলিশ বাসন থানার ওসি মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই শ্রমিকের নাম জিয়াউর রহমান (৩০)। তিনি ময়মনসিংহের ধোবাউড়া থানার মধ্যশালকুন গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
আহত অপর দুজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাসন থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ সুরুজ্জামান জানান, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কাজ করার সময় লঞ্চিং গার্ডার টেইলার গাড়িতে উঠাচ্ছিল। এক পর্যায়ে লঞ্চিং গার্ডারটি টেইলার থেকে কাত হয়ে পড়ে গেলে তা ফ্লাইওভারের কাজে কর্মরত শ্রমিকের উপর পড়ে। এতে ঘটনা স্থলেই ওই শ্রমিক মারা যান এবং অপর এক শ্রমিক ও এক পথচারী গুরুতর আহত হয়েছে।

গাজীপুর পুলিশ বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, আহতদের গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিআরটি প্রকল্প পরিচালক এস এম ইলিয়াস শাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লঞ্চিং গার্ডারটি চান্দনা- চৌরাস্তা এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা এলাকায় নিয়ে যাওয়ার জন্য টেইলরে উঠানোর সময় লঞ্চিং গার্ডারটি কাত হয়ে নিচে পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়া তাদের প্রকল্প’র ওই এলাকায় নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। লঞ্চিং গার্ডার দিয়ে ফ্লাইওভার ব্রীজে গার্ডার ইনস্টল করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর