ইন্দোনেশিয়ায় গুলিতে নিহত ৯

আপডেট: July 16, 2022 |
print news

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়ায় নয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা এই হামলা চালাতে পারে বলে শনিবার পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রাদেশিক রাজধানী জয়পুরার পুলিশ স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার সকালে এনদুগার প্রত্যন্ত এলাকায় এই ঘটনা ঘটে। এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে।

পাপুয়া আঞ্চলিক পুলিশের অপরাধ তদন্তের পরিচালক ফয়জল রহমাদানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা অন্তরাকে বলেন, বেসামরিক নাগরিকদের উপর হামলা হয়েছে। ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জন মারা গেছে।

কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কিন্তু বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে রয়টার্স তাৎক্ষণিকভাবে পাপুয়া পুলিশের মুখপাত্রের মন্তব্য নিয়ে পারেনি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর