কাশিমপুর কারাগারে আসামির কাছে পাওয়া গেল মাদক ও মোবাইল

আপডেট: July 18, 2022 |
print news

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ বন্দি এক হাজতি এক আসামির কাছ থেকে গাঁজা-ইয়াবা ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদালত থেকে ফেরার পথে সাথে করে কারাগারে নিয়ে আসলে কারা ফটকে ওই হাজতির দেহ তল্লাশি করে এসব উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।

ওই হাজতির নাম বুলবুল ইসলাম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার হাজতি নং ৫০৮/১৫।

কাশিমপুর কারাগার -১ এর জেলার তরিকুল ইসলাম জানান, বন্দি হাজতি বুলবুল ইসলামকে সকালে হাজিরা দেয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ফটকে বুলবুল ইসলামের দেহ তল্লাশি করার সময় তার পড়নের লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন জব্দ করে কারা হয়।

তিনি আরও জানান, জেল কোড অনুযায়ী ওই হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর