বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ভারতের আদানি

আপডেট: July 19, 2022 |
print news

নিজের সম্পদ থেকে অলাভজনক প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দানের ঘোষণা দিয়েছিলেন বিল গেটস।

এরপরপরই মার্কিন সাময়িকী ফোর্বসের ‌‘THE WORLD’S REAL-TIME BILLIONAIRES’ শীর্ষক তালিকায় একধাপ নিচে নেমে গেছেন তিনি।

বিল গেটস এখন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী। চতুর্থ স্থানে বিল গেটসের জায়গা দখল করে নিয়েছে ভারতের গৌতম আদানি ও পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১১৫.৫ বিলিয়ন ডলার। বিল গেটসের বর্তমান সম্পদ ১০২.৪ বিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় শীর্ষে আছেন টেসলা ও স্পেস এক্সের নির্বাহী ইলন মাস্ক (২৩০.৮ বিলিয়ন ডলার)। এরপরেই আছেন বার্নার্ড আর্নল্ট ও পরিবার (১৪৯.৯ বিলিয়ন ডলার) ও জেফ বেজোস (১৩৯.৫ বিলিয়ন ডলার)।

এই মুহূর্তে শীর্ষ ১০ ধনীর তালিকায় আরও আরও আছেন ল্যারি অ্যালিসন (৯৬.৮ বিলিয়ন ডলার), ওয়ারেন বাফেট (৯৬ বিলিয়ন ডলার), ল্যারি পেজ (৯৪.৫ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (৯০.৯ বিলিয়ন ডলার) ও মুকেশ আম্বানি (৮৮.৫ বিলিয়ন ডলার)

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর