গাজীপুরে আরো ৭৪০ গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর

সময়: 5:13 pm - July 21, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

গাজীপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৭৪০টি ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে (২য় ধাপ ) বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো গাজীপুরের ৭৪০টি পরিবারের মধ্যে ঘর ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

এ সব পরিবারের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ২০২ টি, কালিয়াকৈর উপজেলায় ১৪০টি, শ্রীপুর উপজেলায় ২০০টি, কালীগঞ্জ উপজেলায় ৩৭টি এবং কাপাসিয়া উপজেলায় ১৬১টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয় ।

এর আগে গাজীপুরে প্রথম পর্যায়ে ২৮৫টি ও দ্বিতীয় পর্যায়ে ২০২ টি গৃহ নির্মাণ করে গৃহহীনদের মধ্যে ঘর জমির দলিল হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে মোট বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা ১ হাজার ৩৩০। গাজীপুরে তৃতীয় পর্যায়ের ৩৩৬টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর