কুয়াকাটা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের জানাজা অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়ী থেকে কুয়াকাটায় ঘুরতে যাওয়ার পথে বরিশাল উজিরপুর এলাকায় বাস ও মাইক্রোবসের সংঘর্ষে নিহত ৬ জনের জানাজা একত্রে অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টায় গাজীপুর সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডে খাজা মার্কেট একাকায় এই জানাজা অনুষ্ঠিত হয়। তাদের জানাজায় গাজীপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে যার যার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জয়েরটেক খাজামার্কেট এলাকার উজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২), হাজী জব্বার এর ছেলে শহিদুল ইসলাম (৪৩), মোহাম্মদ রহা মিয়ার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু (৫৪), হাসেন মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫), আব্দুর রহমানের ছেলে হারুন বাদশা (৪০), ও আহাকী নদীর পার এলাকার তমিজউদ্দিনের ছেলে হাসান সরকার (৩৬)।
এদিকে তাদের মৃত্যুতে শোকে কাতর পুরো এলাকার মানুষ। পুরে এলাকায় বাতাস যেন ভারী হয়ে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন সরকার।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।