শ্রীপুরে চার ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা, ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট: July 22, 2022 |

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: শ্রীপুরে ৪টি বেসরকারি ক্লিনিকে লাইসেন্স ও ঔষধের গায়ে মূল্য না থাকাসহ রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে মাওনা চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার।

এ সময় লাইফ কেয়ার হাসপাতালকে ১৫হাজার, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫হাজার, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও মেডি কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষন দাসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর