২৫ সেপ্টেম্বর ইতালিতে আগাম নির্বাচন

আপডেট: July 23, 2022 |
Boishakhinews24.net 347
print news

ইতালিতে মারিও দ্রাঘির সরকারের পতন হওয়ায় ২৫ সেপ্টেম্বর আগাম নির্বাচনে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে।

দ্রাঘির পদত্যাগের একদিন পরই আসে এই ঘোষণা।

বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির প্রেসিডেন্ট সার্জিও ম্যাত্তারেলা পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এসময় প্রেসিডেন্ট বলেন, “আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময় সরকারি কাজে কোনো বিরতি দেওয়ার সুযোগ নেই। অর্থনৈতিক ও সামাজিক সংকট এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা প্রয়োজন।”

সাম্প্রতিক এক জরিপের তথ্য অনুযায়ী, জর্জিয়া মেলোনির নেতৃত্বে উগ্র ডানপন্থি দল ব্রাদার্স অব ইতালি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। ভোটারদের ২৪ শতাংশই দলটির প্রতি ইতিবাচক।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি (পিডি)। মাত্তেও সালভিনির উগ্র ডানপন্থি দ্য লিগ পছন্দ ১৪ শতাংশ ভোটারের। ফাইভ স্টার মুভমেন্টের প্রতি ১১ শতাংশের সমর্থন রয়েছে। সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়া ৭ শতাংশ ভোট পেতে পারে।

জরিপ অনুযায়ী, ডানপন্থিদের হারানোর সুযোগ নিতে হলে ফাইভ স্টার মুভমেন্টের সঙ্গে জোট করতে হবে পিডিকে।

এদিকে, দ্রাঘির সরকারের পতন ইতালির বাজারকে ভয়ঙ্কর করে তুলেছে। রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি কয়েক মাস ধরে রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি।

সূত্রঃ ব্লুমবার্গ

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর