টঙ্গীতে স্কুলে যাওয়ার পথে বাস চাপায় তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত

আপডেট: July 23, 2022 |
gazipur
print news

মাছুদ পারভেজ, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে স্কুলে যাওয়ার পথে বাস চাপায় তৃতীয় শ্রেণী ফাতেমা হক নামের এক শিশু শিক্ষার্থী নিহত গেছেন। সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বনমালা রোডে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা হক (১০) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়ার এলাকার শামসুল হকের মেয়ে। ফাতেমা দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

টঙ্গী থানার এস আই ইয়াসিন আরাফাত জানান, ফাতেমার মা রিতা ও শামসুল হক দুজনই দুবাই প্রবাসী। সে ফুফু শাহানাজ বেগমের সাথে থাকতো। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফুফুর সাথে অটোরিকশায় দিয়ে স্কুলে যাচ্ছিল। তাদের বহনকারী অটোরিক্সাটি টঙ্গীর দত্তপাড়া সিরাজ উদ্দিন সরকার সড়কের বনমালা টেকপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে কোহিনুর কেমিক্যাল লিমিটেড এর স্টাফ বাস (ঢাকামেট্টো-ব-১৫-৩৫৬৬) ধাক্কা দিলে ফাতেমা অটোরিক্সা থেকে রাস্তায় পড়ে যায়। পরে বাসের সামনের চাকায় ফাতেমার মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই নিহত হন।

সংবাদ পেয়ে ওই স্কুলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল ১০টায় টঙ্গীর বনমালা সড়ক অবস্থান নিয়ে অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সাড়ে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর