নির্বাচনে সব দলের উপস্থিতি প্রয়োজন: সিইসি

আপডেট: July 27, 2022 |
print news

নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য সৃষ্টি করতে সব দলের উপস্থিতি প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার জাকের পার্টির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, “গণতন্ত্রকে অস্বীকার করার উপায় নেই, গণতন্ত্রের কারণেই দেশ স্বাধীন হয়েছে। নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণ করতে সব পার্টিরই থাকা দরকার, এতে ভারসাম্য সৃষ্টি হয়।”

আগামী জাতীয় নির্বাচন ইভিএমে হবে এমন সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান সিইসি। তবে ইভিএম যাতে হ্যাকড না হয়, সেজন্য কাজ চলছে বলে জানান তিনি।

সংলাপে জাকের পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব সাহাদাত হোসেন বেশকিছু প্রস্তাব দেন।

এর মধ্যে রয়েছে- নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা, মিথ্যা মামলা কিংবা হয়রানি যাতে না হয় তা নিশ্চিত করা, ই-ভোটিং পদ্ধিত বাস্তবায়ন, ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ঘরে বসে ই-ভোটিং ব্যবস্থা চালু করা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর