সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

আপডেট: July 28, 2022 |
print news

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার কুলিকুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক নাসিরনগর উপজেলার আনন্দপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।

জানা যায়, নাসিরনগর সদর-কুলিকুন্ডা আঞ্চলিক সড়কে কুলিকুন্ডা অভিমুখী একটি ফার্নিচার বোঝাই ভ্যানগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক এনামুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) আ ছ ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর