মালদ্বীপকে হারালেই ফাইনালে বাংলাদেশ

আপডেট: July 29, 2022 |

চলমান সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। পাঁচ দলের টুর্নামেন্টে এরই মধ্যে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালের পথে বাংলাদেশ।

শুক্রবার (২৯ জুলাই) জিতলেই ফাইনাল নিশ্চিত। আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ এবং দ্বিতীয়টিতে স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। নেপালের সমান ছয় পয়েন্ট থাকলেও গোল গড়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শুক্রবার জিতলে ফাইনাল নিশ্চিত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) অধিনায়ক তানভির হোসেন বলেন, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের প্ল্যান হলো, ম্যাচ বাই ম্যাচ এগোব। সেটাই হচ্ছে। টানা দুই ম্যাচ জিতেছি। হাতে ছয় পয়েন্ট। মালদ্বীপের সঙ্গে জিততে পারলেই ফাইনাল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাতে আমরা ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারি।

দলের ম্যানেজার বিজন বড়ুয়া বলেন, দুটো ম্যাচেই ছেলেরা কোচের পরিকল্পনা অনুযায়ী ভালো খেলেছে। আগামীকাল আমাদের খেলার আগে নেপাল ও ভারতের ম্যাচ। ওই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে। কাল সকালে জিম ও সুইমিং করেছেন তানভিররা। বিকালে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করান কোচ পল স্মলি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর