বরিশালে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবি

আপডেট: July 29, 2022 |
print news

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে একজন সামান্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলসকাঠি ইউনিয়নে আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছায়। সেখানে বিপরীতমুখী বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, ট্রলারের লোকজন সাঁতরে তীরে উঠেছেন, যাদের একজন সামান্য আহত হয়েছেন। আহত ব্যক্তিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, বরিশাল শহর এলাকার কারখানা থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে যাচ্ছিলো ট্রলারটি। ট্রলারে দুইজন লোক ছিলো। তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর