টঙ্গীতে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউট: ত্রাণ ডিজি

আপডেট: July 30, 2022 |

গাজীপুর প্রতিনিধি: জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক বলেছেন টঙ্গীতে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।

এছাড়াও এখানে আধুনিক একটি ফায়ার স্টেশনও নির্মাণ করা হবে।

তিনি শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুকূলে অধিগ্রহণ করা ৬শ কোটি টাকা মূল্যের ৮ একর জমি, যা এতদিন জবর দখলে ছিল। জবরদখল থেকে উদ্ধারকৃত ওই জমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাফে মোহাম্মদ ছড়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার নাজনীন শামীম এ সময় উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর