কাঁচা হলুদ খাওয়ার কার্যকরীতা

আপডেট: August 2, 2022 |

হলুদের গুনের শেষ নেই। শরীরের জন্য হলুদ খুব কার্যকরী। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে হলুদ। প্রতিদিন কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস আপনাকে রাখবে সুস্থ এবং সবল। কাঁচা হলুদ ছোট করে কেটে পানি দিয়ে ওষুধ হিসেবে খেতে পারেন প্রতিদিন। অথবা কাঁচা দুধ এর সাথে হলুদ জ্বাল করে নিয়ে পান করতে পারেন রোজ। আসুন

জেনে নেই হলুদ খাওয়ার কার্যকরী গুণাবলি সম্পর্কে-

# হজমে সাহায্য করে।

# ওজন কমাতে সাহায্য করে।

# গ্যাস্ট্রিক এর সমস্যা দূর করে।

# কাঁচা হলুদ রক্তচাপ কমাতে

# ক্যান্সারের সম্ভাবনা হ্রাস পায়।

# মাথা ব্যথা কমায় কাঁচা হলুদ।

# হাপানির সমস্যা সমাধান করে।

# কাঁচা হলুদ সর্দিকাশি কমাতে সাহায্য করে।

# খুশখুশে কাশি দূর করতে সাহায্য করে।

# ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে।

# ত্বকে ব্রনের সমস্যা সমাধানে কাঁচা হলুদ বেশ উপকারি।

# দাঁতের ক্ষয় রোধ করতে কার্যকরী।

# কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

# পিরিয়ডসের সময় পেটে ব্যথা কমাতে কাঁচা হলুদ বেশ কার্যকরী।

# কাঁচা হলুদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

# কাঁচা হলুদ হাড়কে সুস্থ ও মজবুত রাখতে সহায়তা করে।

# পেট ব্যথা অথবা শরীরের যেকোনো ব্যথা কমাতে অথবা পোড়ার ক্ষত কমাতে কাঁচা হলুদ বেশ কার্যকরী।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর