রুশ রকেটে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত: ইউক্রেন

সময়: 7:55 am - August 6, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

ইউক্রেনের পারমাণবিক সংস্থা বলেছে, রুশ রকেট রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে। তবে কোনো ক্ষতিকর তেজষ্ক্রিয় বিকিরণ হয়নি।

দক্ষিণ ইউক্রেনের যুদ্ধ এলাকার কাছেই থাকা জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারহোয়াতম বলেছে, রুশ সেনাদের রকেট হামলায় একটি নাইট্রোজেন-অক্সিজেন ইউনিট এবং একটি উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে স্থানীয় রুশ নিযুক্ত কর্মকর্তারা গোলাগুলির জন্য ইউক্রেন বাহিনীকে দায়ী করেন।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বাহিনীকে বিরুদ্ধে ‘সন্ত্রাসী কৌশল’ ব্যবহার করে কেন্দ্রটি থেকে বেসামরিক এলাকায় রকেট ছোড়ার অভিযোগ করেছে।

স্থানীয় এক ব্যবসায়ী বিবিসিকে বলেন, ‘প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি, তারা শুধু আবাসিক বাড়িতেই আঘাত করেছে। ’

বিবিসি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথিত ক্ষয়ক্ষতি যাচাই করতে পারেনি।

ইউক্রেনীয় সংস্থাটি বলেছে, কেন্দ্রটি থেকে ‘হাইড্রোজেনের লাইন ফুটো হওয়া এবং তেজস্ক্রিয় কণার বিচ্ছুরণ ও আগুন লাগার ঝুঁকি রয়েছে ‘।

রাশিয়া মার্চে জাপোরিঝিয়া কেন্দ্রটি জব্দ করে। তবে এর ইউক্রেনীয় কর্মীদের রেখে দেওয়া হয়। কেন্দ্রটি ছয়টি চাপযুক্ত জল চুল্লি নিয়ে গঠিত এবং সেখানে তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণ করা হয়। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর