বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

আপডেট: August 11, 2022 |

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বুধবার বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর।

এর আগে, দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত ওই রাজমিস্ত্রি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার ঘাগলাজুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, তেঁতুলঝোড়ার পানপাড়া এলাকায় নজরুল ইসলামের নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করছিলেন রাজমিস্ত্রি ইমনসহ আরেও কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন রাজমিস্ত্রি ইমন।

পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর