ফরিদপুরে নারী নির্যাতন মামলায় পুলিশ পরিদর্শকের জেল

আপডেট: August 16, 2022 |

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: স্ত্রী কর্তৃক নারী নির্যাতনের মামলায় ‌ পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বিকেলে ফরিদপুর জেলা নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায়ের বেঞ্চে পুলিশ পরিদর্শক শামসুদ্দোহা কে ২ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে রায় দেন।

এর পূর্বে গত কয়েক মাস আগে ঢাকা শহরস্থ রায়েরবাজার এলাকা থেকে গুলশান থানা পুলিশ যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট ও নির্যাতনের অপরাধে দায়ের করা মামলায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শামসুদ্দোহা (৪০), পিতাঃ নুরুদ্দিন আহমেদ, গ্রাম: পশ্চিম গোপীনাথ, থানাঃ মোকসেদপুর, জেলা গোপালগঞ্জ কে গ্রেফতার করে ফরিদপুর কোতোয়ালী থানায় পাঠিয়েছিল।

উল্লেখ্য যে, পুলিশ পরিদর্শক শামসুদ্দোহার স্ত্রী ফারজানা খন্দকার তুলি(৩২), পিতাঃ খন্দকার ফারুক আহমেদ, সাং গোয়ালচামট ০১ নং সড়ক, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ফরিদপুর বাদী হয়ে গত ০৯ ফেব্রুয়ারি ফরিদপুর কোতয়ালী থানায় বর্নিত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌতুক দাবী, মারপিট ও নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

Share Now

এই বিভাগের আরও খবর