গাজীপুর জেলা প্রশাসকের সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

আপডেট: August 17, 2022 |
print news

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা প্রশাসকের সাথে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বুধবার জেলা প্রশাসকের হল রুমে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ডেক্স ইনচার্জ আল-মামুন।

এ সময়ে মতবিনিময় সভায় -দৈনিক ইত্তেফাক পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক জনকন্ঠ পত্রিকার টঙ্গী প্রতিনিধি ও ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম নুরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ পোস্ট পত্রিকার গাজীপুর প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার নরুল আমিন শিকদার, দৈনিক জ্ঞানী পত্রিকার গাজীপুর প্রতিনিধি কামাল হোসেন বাবুল, দৈনিক যায়যায়দিন পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি মাফুজা আফরিন মনি, দৈনিক সংবাদ পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম আইয়ুব, দৈনিক স্বাধীন মত পত্রিকার গাজীপুর প্রতিনিধি কাজী মোঃ আব্দুল মান্নানসহ সাংবাদিক ইউনিয়নের থানা উপজেলার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি এমএ সালাম শান্ত।

Share Now

এই বিভাগের আরও খবর