২১শে আগস্টের কর্মসূচী উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আপডেট: August 21, 2022 |

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, এদিন রাজধানীর প্রেসক্লাব, পল্টন ও জিরো পয়েন্টে এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ওই সড়কগুলোতে সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ডাইভারশন চলবে। ওইসব এলাকায় বন্ধ থাকবে যান চলাচল।

এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। সেদিন মুহুর্মুহু গ্রেনেড হামলায় ২২টি তাজা প্রাণ ঝরে যায়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর